আন্তর্জাতিক ডেস্ক : চীন ও পাকিস্তান দেশ দুটির মধ্যে সরাসরি রেল ও সামুদ্রিক পণ্য পরিবহন সার্ভিস চালু করেছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ইউনান থেকে প্রথম মাল ট্রেনটি ছেড়েছে বলে সিনহুয়া জানায়।
৫০০ টন মালামাল বোঝাই একটি ট্রেন ইউনানের কুনমিং ত্যাগ করেছে। মালামাল নিয়ে ট্রেনটি প্রথমে যাবে গুয়াংঝু। সেখানে এই মালামালগুলোকে আবার জাহাজে তোলা হবে। এরপর মালামাল পাঠানো হবে করাচি। এভাবে একটি নতুন রুটের সূচনা হলো বলে বার্তাসংস্থাটি জানায়।
নতুন সিল্ক রোড ইউনান লিমিটেড বলছে, নতুন এই রুটটি চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা বিশ্ব বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। এতে পরিবহন খরচ প্রায় ৫০ ভাগ কমে যাবে।