
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের অন্যতম সংখ্যালঘু হলো মুসলমান সম্প্রদায়। দেশটিতে মোট জনগোষ্ঠীর ২ শতাংশেরও কম মুসলমান বাস করেন। যার সংখ্যা ২ কোটি ৩৩ লাখ।
তার মধ্যে ১ কোটি ২০ লাখ মুসলমান বাস করেন জিনজিয়াং অঞ্চলে। এরা উইঘুর মুসলমান। যারা চীনের বৃহত্তম জিনজিয়াং প্রদেশটিতে সংখ্যাগরিষ্ঠ। চীনের মোট আয়তনের এক ষষ্ঠাংশজুড়ে রয়েছে জিনজিয়াং। যার আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় ১২ গুণ! কিন্তু মুসলিম অধ্যুষিত এত বড় অঞ্চলের খবর বিশ্ববাসী খুব কমই জানে। কারণ, চীনে মিডিয়ার স্বাধীনতা নেই। বিশেষ করে উইঘুর মুসলিম সম্প্রদায়ের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণ এখন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।
রেডিও ফ্রি এশিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়ের জীবনযাপনে সরকারের নজরদারি আরো বেড়েছে। গত সপ্তাহে সেখানকার মুসলিম নাগরিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়- তাদের ফোনে একটি ‘নজরদারি অ্যাপ’ বাধ্যতামূলক ইনস্টল করতে হবে। নজরদারি অ্যাপটি মুসলিম নাগরিকরা ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করার জন্য অঞ্চলটিতে চেক পয়েন্ট বসানো হয়েছে। নির্দেশটি মুসলিম নাগরিকদের কাছে উইচ্যাট অ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ‘জিংওয়াং’ নামক এই নজরদারি অ্যাপটি ইনস্টল করার জন্য কিউআর কোড স্ক্যান করার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই অ্যাপ ফোনে সংরক্ষিত সন্ত্রাসী এবং অবৈধ ধর্মীয় ভিডিও, ছবি, ই-বুক এবং ইলেকট্রনিক ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে শণাক্ত করবে।’ যদি ফোনে অবৈধ কনটেন্ট শণাক্ত করা হয়, তবে ব্যবহারকারীদের তাদের মুছে ফেলার আদেশ দেওয়া হবে।
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মতে, যারা অ্যাপটি মুছে ফেলেছে বা ফোনে ইনস্টল করেনি তাদেরকে ১০ দিন পর্যন্ত আটক রাখা হচ্ছে। এছাড়াও ‘জিংওয়াং’ অ্যাপটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো এবং মেসেজিং সেবা উইচ্যাট এর তথ্যগুলো কপি করে রাখে, পাশাপাশি ফোনের আইএমইআই নম্বর, সিমের তথ্য এবং ওয়াইফাই তথ্য কপি করে সরকারের সার্ভারে পাঠায়।
হিউম্যান রাইটস ওয়াচের একজন সিনিয়র গবেষক মায়া ওয়াং প্রযুক্তি বিষয়ক নিউজপোর্টাল ম্যাশঅ্যাবলকে বলেন, ‘চীনের পুলিশ খুবই ক্ষমতাধর। বিশেষ করে জিনজিয়াংয়ে, তাই সেখানে পুলিশের এই আদেশ প্রত্যাখান করা কারো পক্ষে অসম্ভব বলেই মনে হয়।’ তিনি আরো বলেন, ‘এই সফটওয়্যারটির ব্যাপারে কর্তৃপক্ষের অনেক কিছুই ব্যাখ্যা করার রয়েছে, বিশেষ করে এটির আসল কাজগুলো কী? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসাধারণের নিরাপত্তার সুরক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের অবশ্যই রয়েছে। তবে সাধারণ মানুষের জীবনযাপনে নজরদারির করতে তথ্য সংগ্রহ এবং ব্যক্তিগত গোপনীয়তায় অনুপ্রবেশ ভয়াবহ একটি ব্যাপার।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হংকংভিত্তিক বিশ্লেষক জোসেও রজেনজুইগ বলেন, ‘আমি মনে করি এই অ্যাপ ব্যবহারকারীদের অজান্তে ও সম্মতি ব্যতীত তাদের কার্যকলাপ সম্পর্কে কী ধরনের তথ্য সংগ্রহ করবে সে বিষয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’
চীনে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ। গত বছর জিনজিয়াংয়ের যেসব বাসিন্দাদের মোবাইলে বিদেশি অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ পাওয়া গিয়েছিল, তাদের মোবাইল সংযোগ বাতিল করা হয়েছিল।