চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেখানে দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল ইসলাম আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বশেষ আবহাওয়া রিপোর্টে জানান, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন থেকে জেলায় তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে।

এই তাপপ্রবাহ কিছু দিন থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

গরমে খেটে খাওয়া মানুষের হাঁসফাঁস অবস্থা। মানুষ একটু স্বস্তি পেতে ঠান্ডা পানি খাচ্ছে। গাছের ছায়ায় শরীর জুড়ানোর চেষ্টা করছে।