ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার হক পেট্রোলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলার হক পেট্রোলপাম্পের কাছে একটি বাস পেছন থেকে একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।