চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে সর্বোচ্চ তাপপ্রবাহ; ৩৫.৭ ডিগ্রি

বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে সর্বোচ্চ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপ প্রবাহের কারণে জেলার খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণির মানুষ অস্থিরতার মধ্যে জীবনযাপন করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহর বা গ্রামে দিনের বেলায় লোক চলাচল কমে গেছে।

একটু স্বস্তি পেতে মানুষকে ঠান্ডা পানীয় আখের রস, লেবুর শরবত পান করতে দেখা গেছে।

এই গরমে সুস্থ থাকতে চিকিৎসকেরা বিশুদ্ধ পানি পানসহ খাবার স্যালাইন খেতে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে বলেছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তাপপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকবে।