
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে রাস্তার মাটিকাটা নিয়ে চেয়ারম্যানের লাথিতে পায়ুপথে মলমূত্র ও রক্তক্ষরণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মড়হ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অজিউল্ল্যাহ মড়হ গ্রামের মতিন স্যারের বাড়ির আব্দুল মান্নানের ছেলে। অভিযুক্ত মহিন উদ্দিন উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
নিহতের স্বজনরা জানান, রাস্তার মাটিকাটা সংক্রান্ত ও বিরোধের জের ধরে চেয়ারম্যান মহিন উদ্দিনসহ কয়েকজন মিলে অজিউল্ল্যাহকে তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও লাঠির আঘাত করেন। এতে তার পায়ুপথ দিয়ে মলমূত্র ও রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, সরকারি প্রকল্প কর্মসূচির আওতায় মড়হ গ্রামে একটি রাস্তায় মাটিকাটা হচ্ছে। এ সময় অজিউল্লাহ ও তার ছেলে কাজে বাধা দেন। এমনকি তার ছেলে মহাসিন আমাকে চড়-থাপ্পড় মারেন। অজিউল্লাহর গায়ে কোনো আঘাত করা হয়নি। শুনেছি তিনি স্ট্রোক করে মারা গেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার লক্ষণপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামে সরকারি কর্মসূচি আওতায় একটি রাস্তার কাজ করা হচ্ছে। সোমবার সকালে মড়হ গ্রামের রাস্তার মাটিকাটা পরিদর্শনে আসেন চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়নের ট্যাগ অফিসার।
এ সময় অজিউল্লাহ ও তার ছেলে মহাসিন রাস্তার কাজে বাধা দেন। রাস্তার মাটি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও অজিউল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যানকে চড়-থাপ্পড় মারেন অজিউল্লাহর ছেলে মহাসিন। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় অজিউল্লাহর তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করেন চেয়ারম্যানসহ কয়েকজন যুবক। পরে তার মলমূত্র ও রক্তক্ষরণ শুরু হয়।
এ সময় মাটিতে লুটিয়ে পড়েন অজিউল্লাহ। হামলাকারীরা পরে অজিউল্লাহর বসত ঘরে হামলা-ভাঙচুর চালিয়ে পালিয়ে যান। স্বজনরা এগিয়ে এসে অজিউল্লাহকে মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।