চোখের পাপড়ি ঘন ও লম্বা করুন ঘরোয়া উপায়ে

চোখের ঘন পাপড়ি আপনার চোখ করে তুলে আরও সুন্দর ও আকর্ষনীয়। প্রাকৃতিকভাবে লম্বা এবং ঘন চোখের পাপড়ি সকলের কাছেই দারুণ আকর্ষণীয় একটা ব্যপার। কিন্তু প্রাকৃতিকভাবে লম্বা এবং ঘন চোখের পাপড়ি সবার থাকে না। তবে আপনার চোখের পাপড়ি প্রাকৃতিকভাবে লম্বা ও ঘন সুন্দর করে তুলতে জানতে হবে কিছু সহজ উপায়।

তবে নিজের চোখের পাপড়ি প্রাকৃতিকভাবে লম্বা এবং দারুণ সুন্দর করে তুলতে চাইলে আপনাকে জানতে হবে কিছু সহজ উপায়। এর মধ্যে যেকোনো উপায় নিয়মিতভাবে মেনে চললে খুব সহজে আপনার চোখের পাপড়ি হয়ে যাবে প্রাকৃতিকভাবেই লম্বা এবং ঘন।

অলিভ অয়েল


একটি পুরনো মাশকারার ব্রাশ ভালো করে পরিষ্কার করে রাখুন। রাতে ঘুমুতে যাওয়ার আগে এই মাশকারার ব্রাশটি অলিভ অয়েলে ডুবিয়ে মাশকারা লাগানোর মতো চোখের পাপড়িতে লাগিয়ে ফেলুন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ১-৩ মাসের মধ্যেই পরিবর্তন দেখতে পারবেন। একই ভাবে আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

আঁচড়ানো


আঁচড়ানোর ফলে রক্তপ্রবাহ ত্বরান্বিত হয়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। চোখের পাপড়ির জন্য বিশেষ ধরণের ব্রাশ অথবা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা মাশকারার ব্রাশে কয়েক ফোঁটা ভিটামিন-ই দিয়ে দিনে দুইবার করে পাঁচ মিনিটের জন্য চোখের পাপড়ি ভালোভাবে আঁচড়াতে হবে।

পেট্রোলিয়াম জেলি


এটিও রাতে ঘুমুতে যাওয়ার আগে মাশকারা ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাশকারা দেওয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিবেন। পুরো রাত এভাবে রাখুন। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

ডিম


একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ গ্লিসারিন ভালভাবে মিশিয়ে নিন। ঘন ক্রিমি টেক্সার যেন হয় সে পর্যন্ত মেশাতে থাকুন। একটি তুলায় এই মিশ্রন লাগিয়ে চোখের পাপড়িতে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে ৩ দিন করবেন। কয়েক মাসের মধ্যে চোখের পাপড়ি ঘন হয়ে যাবে অবশ্যই।

ম্যাসাজ করা


ম্যাসাজ করলে চোখের পাপড়ির বৃদ্ধি ত্বরান্বিত হয়। মুখ এবং হাত ভালোভাবে ধুয়ে নিয়ে হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে নিতে হবে। এরপর চোখের পাপড়ি, চোখের পাতা এবং চোখের চারপাশে খুব যত্নসহকারে এবং ভালোভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করতে হবে। প্রতি সপ্তাহে কয়েকবার এটি করতে হবে।