চোখের সাজে নায়িকারা

বিনোদন ডেস্ক : সেই জনপ্রিয় হিন্দি গানটির কথা মনে আছে? আঁখিও সে গোলি মারে…। হ্যাঁ, এ সেই চোখ যেখান থেকে গুলির মতো প্রেম বের হয়। আপনি একে তীরও বলতে পারেন। সেই প্রেমতীরে কত লোক যে ঘায়েল হয়েছে বলার অপেক্ষা রাখে না।

তাদের চোখের প্রেমে পড়েছেন কিশোর থেকে বৃদ্ধ অনেকেই। এখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হবেই বা কি করে? কোনো কিশোর যদি রাতে বুকের মধ্যে দীপিকা বা কারিনার ছবি নিয়ে ঘুমায় তাহলে তাদেরই বা কি করার আছে! এ হচ্ছে সেই গল্প।

বলিউডের এই নায়িকারা নিজের চোখের সৌন্দর্যের ব্যাপারে খুবই ওয়াকিবহাল। তাই চোখের মেকআপ তারা বেশ যত্ন করেই করেন। এ জন্য বিশেষজ্ঞও রাখা আছে। তারা বেশ ভালো অঙ্কের মাইনে পান। যেমন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কথাই যদি বলি, তার নীল চোখে মজেছেন অনেকেই। ইদানিং তিনি নিজেই চোখের মেকআপ-এ অভিনবত্ব এনেছেন। কালারফুল আই শ্যাডোর সঙ্গে ডার্ক আই লাইনার এবং কাজল ব্যবহার করছেন। শুধু তাই নয়, সত্তর দশকের স্টাইলেও মাঝে মাঝে চোখে খানিকটা কাজল টেনে দিচ্ছেন।

দীপিকা শাড়িতে খুব স্বচ্ছন্দ্য নন, একথা কমবেশি সবাই জানেন। অথচ ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তাকে শাড়িতে মোহনীয় লেগেছিল। সেই দীপিকাও চোখের মেকাপ নিয়ে এক্সপেরিমেন্ট কম করেননি। আজকাল গ্লিটার আইজেই বেশি দেখা যাচ্ছে তাকে। ডার্ক করে মাসকারা ব্যবহার করার সঙ্গে সঙ্গে গ্রিন বা লাইট ব্লু কালারের গ্লিটার ব্যবহার করছেন তিনি।

প্রিয়াংকা এখন কোথাকার নায়িকা বলা মুশকিল! বলিউড তো বটেই হলিউডেও তিনি সমান সফল। শুধু কি তাই, নায়িকা থেকে গায়িকাও হয়েছেন। সেখানেও সুনাম কুড়িয়েছেন। বোঝাই যাচ্ছে তার এখন বৃহস্পতি তুঙ্গে। প্রিয়াংকার পছন্দ নুড আই মেকআপ। চোখে কাজল, মাসকারা এবং হালকা করে আই শ্যাডো লাগান তিনি। তার বক্তব্য, নুড আই মেকআপেই নাকি চোখের প্রকৃত সৌন্দর্য বোঝা যায়।

কারিনা কাপুর আবার ওসবের ধার ধারেন না। স্মোকি আইজ তার খুব পছন্দ। এই মেকআপে তাকে মানায়ও বেশ। একটু খেয়াল করে দেখুন, বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, অশোকা- এমন অনেক ছবিতে তাকে এমন চোখের সাজে পর্দায় দেখা গেছে। আর তাই দেখে দর্শক পাগল! তাহলেই এবার বুঝুন, ডার্ক আই লাইনার আর মাসকারার সঙ্গে ডার্ক আই শ্যাডোর জাদুটা কোথায়!