
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে প্রবেশ মুখের কাছে বন্দর চ্যানেলে একটি পণ্যবাহী জাহাজ আটকে গিয়ে বন্দর জেটিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেলে এম ভি ল্যানহা নামের একটি সিমেন্ট ক্লিংকারবোঝাই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করানোর সময় চ্যানেলে আটকে যায়।
মঙ্গলবার সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় বন্দর চ্যানেল দিয়ে জাহাজসমূহ বন্দর জেটিতে প্রবেশ করতে পারছে না।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম চ্যানেলে জাহাজ আটকে থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সিমেন্ট ক্লিংকারবোঝাই জাহাজ চ্যানেলে আটকে যাওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত একাধিক উদ্ধারকারী জাহাজ দিয়ে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হয়েছে। কিন্তু সকাল ১০টা পর্যন্ত এটি জেটিতে নিয়ে আসা সম্ভব হয়নি।
বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ইস্পাতের পাতবাহী অপর একটি জাহাজ বহির্নোঙ্গর থেকে বন্দর জেটিতে প্রবেশ করতে পারেনি। পরে জাহাজটি আবার বহির্নোঙ্গরে ফিরে যায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আটকে থাকা জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।