
ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৪ রানের পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন ডি ভিলিয়ার্স। পাকিস্তানের বিপক্ষে ডিএল মেথডে ১৯ রানে প্রোটিয়ারা হারের পর ডি ভিলিয়ার্সের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে আবারও ভয় দেখা দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর থেকেই এ সমস্যার জন্য ডাক্তরদের পরামর্শে রয়েছেন তিনি। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে রোববার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন ফিটনেস পরীক্ষা দিতে হবে ডি ভিলিয়ার্সকে।
চ্যাম্পিয়নস ট্রফির শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি দলটির অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। রোববার ভারতের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচের আগে তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গ্রুপ ‘বি’তে একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট জমা রয়েছে সবগুলো দলের স্কোরবোর্ডে। ভারতের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি তাই অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। জয়ী দলটিই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট পাবে। গত দুই ম্যাচে দলের হয়ে কিছু করতে না পারলেও ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্স ফিটনেস নিয়ে সেরাটা দেবেন; এমনটাই প্রত্যাশা প্রোটিয়া কোচ রাসেল ডুমিঙ্গোর।