নিউজ ডেস্কঃ সারাবিশ্বে ছড়িয়ে পড়া মরণব্যাধি এই মহামারিতে এক রকম বন্দী জীবন কাটছে পৃথিবীর মানুষের সেই বন্দী জীবন থেকে বের হতে পারছেন কেউ। এই রকম জীবন-যাপন কেউ কখনো করেনি। মাহামারি করোনা কালে ছবি যেন কথা বলেঃ- তাই সারা বিশ্বের করোনার সময় রাস্তার আঁকা কিছু ছবি তুলে ধরা হল।
লন্ডন, ইংল্যান্ড
লন্ডনের শোরডিচের স্ট্রিট আর্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মাস্ক পরা এক নারী৷
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
স্যান্টা মোনিকার রাস্তায় এক পরিবার৷ তাদের পেছনের ম্যুরালে লেখা, ‘‘ভালোবাসাকে কোয়ারান্টিন করা যায় না৷’’
গ্লাসগো, স্কটল্যান্ড
গ্লাসগোর রাস্তায় চুম্বনরত তরুণ-তরুণীর ম্যুরাল৷
লন্ডন, ইংল্যান্ড
রাস্তার পাশের ম্যুরালে মাস্ক পরা এক নার্স৷ ম্যুরালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী৷
রয়স্টোন. ইংল্যান্ড
ম্যুরালে ডমেস্টোস হাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷