নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে সরকারী হাজী মুহাম্মদ মহসীন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে।
এ সময় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা মহিবুর রহমান জীবন (২৩) ও আবীরসহ (২১) আহত হয়েছেন পাঁচজন।
সোমবার দুপুরে ক্যাম্পাসে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজমি রণির অনুসারীদের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা টিনুর অনুসারীদের সংঘর্ষ হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আবীরের অবস্থা আশঙ্কাজনক।