নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টা ৩৫ মিনিটে সেখানে উপস্থিত হন।
অনুষ্ঠানে ছাত্রলীগের প্রাক্তন কর্মী ও আজীবন সদস্য শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।