চবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে দোষীদের বিচার দাবিতে শাটল ট্রেন অবরোধ করেছে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় শাটল ট্রেন আটকে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
ষোলশহর স্টেশনমাস্টার শাহাব উদ্দিন বলেন, `শহর থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ফতেয়াবাদে আটকে দেওয়া হয়েছে। এ ছাড়া শহরগামী ডেমু ট্রেনও একই স্থানে আটকে দেওয়া হয়েছে।’
দিয়াজ ইরফানের অনুসারী চবি শাখা ছাত্রলীগের সহসম্পাদক আলী আহসান রবিন বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দিয়াজ ভাইয়ের হত্যাকারীদের বিচার করতে হবে। আমরা এ দাবিতে শাটল ট্রেন অবরোধ করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, `শাটল ট্রেন অবরোধের খবর শুনেছি। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।`