ছাত্র কিংবা কর্মজীবী- সবার জন্যই সকালের গোসল খুবই গুরুত্বপূর্ণ

ছাত্র কিংবা কর্মজীবী- সবার জন্যই সকালের গোসল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সারাদিন সকালে বাইরে থাকতে হয় বলে শরীরকে রাখা চাই তাজা কিন্তু বাধ সাধে ঘুম। এমন অনেক সময় হয়ে থাকে যে সকালে ঘুমের কারণে আমাদের গোসল করবার সময় থাকে না।

অনেকেই আছি যারা সকালে গোসলের  জন্য গরম পানি চাইই চাই। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তাহলে কি করা যেতে পারে?

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এমন একটি অ্যাপ তৈরি করেছে যেটি শাওয়ারের সাথে সংযুক্ত থাকবে এবং কোন কারণে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাহলে তা আপনার হয়ে পানি গরম কিংবা ঠান্ডা করে দেবে। এমনকি আপনার কর্মস্থলে যাবার টাইম শিডিউলের সাথে এটি যুক্ত থাকবে যার ফলে কতক্ষণ গোসল করা প্রয়োজন তার সময়টিও এটিই নির্ধারণ করবে।

ইংরেজী বর্ণ “ইউ” নামের এই অ্যাপটি তৈরি করেছে মইন।