মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে ঃ গত বছরের ৩১জুলাই মধ্য রাতে ছিটমহল বিনিময় চুক্তি চুড়ান্ত বাস্তবাযনের ফলে ছিটমহল বাসিদের সুদীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন –যন্ত্রনার যেমন অবসান হয়েছে; তেমনি সার্বিক ভাবে প্রায় ১০ হাজার একর জমি বেশী পেয়েছে বাংলাদেশ।
ছিটমহল বিনিময়ের ফলে ভারতীয় ১১১ টি ছিটমহল হয়েছে বাংলাদেশের অন্তর্ভূক্ত যার আয়তন ১৭ হাজার ১’শ ৬০ একর। বাংলাদেশের ৫১ টি ছিটমহল হবে ভারতের অন্তর্ভূক্ত যার আয়তন ৭ হাজার ১’শ ১০ একর। সার্বিক ভাবে প্রায় ১০ হাজার ৫০ একর জমি বেশি পেয়েছে বাংলাদেশ। কিন্তু কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলাধীন ১৬টি ছিটমহল যার আয়তন ৩ হাজার ৭’শ ৬৬.৩৯ একর ভারতীয় মানচিত্রে যুক্ত হয়ে মুছে গেছে বাংলাদেশের মানচিত্র থেকে। তার বিপরীতে ১০ টি ভারতীয় ছিটমহল যুক্ত হয়েছে। উপজেলার মানচিত্রে, যার আয়তন মাত্র ৩ শ’ ২.৩৮ একর। হিসেব মতে উপজেলার আয়তন কমছে ৩ হাজার ৪’শ ৬৪.০১ একর। ছিটমহল বিনিময়ের ফলে বদলে গেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সহ ভারতের কোচবিহার, জলপাইগুড়ি জেলা এবং বৃহত্তর রংপুর অ লের মানচিত্র। সেই সঙ্গে কমে গেছে উপজেলার জনসংখ্যা এবং ভোটার।