ছুটির দিনে স্মার্ট কার্ডের জন্য দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে নাগরিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছুটির দিনে।

শুক্রবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার ক্যাম্পে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায়, আজ সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই আরকে মিশন রোড ও গোপীবাগ এলাকার সব পুরুষরা স্মার্ট কার্ড নিতে ভিড় জমিয়েছেন।

সেখানে দায়িত্বরত এক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আদনান হোসেন বলেন, আজ ছুটির দিন থাকায় সকাল থেকেই অনেকে স্মার্ট কার্ড নিতে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়লে আরো অনেক মানুষ এখানে এসে কার্ড সংগ্রহ করবে। তাই ছুটির দিনে আমাদের কর্মীদের চাপ সামলানো একটু কঠিন হয়ে পড়ছে।

গোপীবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ সিরাজ বলেন, আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি। ভাগ্যক্রমে আজ ছুটির দিনে আমাদের এলাকার নাগরিকদের কার্ড সংগ্রহ করার দিন হওয়ায় সকাল সকাল কার্ড নিতে চলে এসেছি।

তিনি বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই কার্ড হাতে পেয়েছি। তাই খুব ভালো লাগছে। বাসা থেকে বের হওয়ার সময় ভেবেছিলাম অনেক সময় লাগবে। কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যে কার্ড হাতে পেয়েছি।

প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।