ছেলেদের শরীরি ভাষায় পরিবর্তন আসায় ফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের কোচ বলেছিলেন,‘ছেলেদের শরীরি ভাষায় পরিবর্তন আসায় ফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।’ আজ বাংলাদেশ দলের অধিনায়কও একই সুরে কথা বললেন। জয়-পরাজয় বড় বিষয় না। ইতিবাচক থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অদম্য শক্তি বড় কিছু।

শরীরিভাষা ঠিক রেখে ইতিবাচক মনোভাব থাকলে বড় কিছুর পথে এগিয়ে যাওয়া যায় বলে বিশ্বাস করেন মাশরাফি। দলপতি জানালেন বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার ইতিবাচক মনোভাব এবং শরীরিভাষায় লড়াকু থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ ক্রিকেটের আমূল পরিবর্তনের পিছনে ক্রিকেটারদের শরীরি ভাষা নিয়ে কথা বলেন মাশরাফি। তার ভাষ্য,‘ক্রিকেটে বা ক্রীড়াক্ষেত্রে শরীরি ভাষা একটা বড় ব্যাপার। দেশের জন্য এটা আমাদের প্রমিজ। এটা আমাদের নিজের সাথে আমাদের নিজেদের প্রতিজ্ঞা। শরীরি ভাষা সব সময় ঠিক রেখে যে জয় পাওয়া সম্ভব তা না। ম্যাচ হারি কিংবা জিতি আমাদের এ জিনিসটা থাকতেই হবে। প্রতিষ্ঠিত বা অন্যান্য বড় দলগুলোর এটা থাকে। আমরা যদি এটা ধরে রাখতে পারি তাহলে ভবিষ্যতে খুব কাজে লাগবে।’

মাশরাফি আরও বলেন,‘প্রতিটি ম্যাচেই আমাদের দায়িত্ব থাকে ভালো করা। বিশেষ করে আমরা যখন দেশকে প্রতিনিধিত্ব করি তখন দায়িত্ব বেশি। সিনিয়রদের একটা দায়িত্ব আছে। জুনিয়রদেরও দায়িত্ব আছে, তার কাছেও অনেক প্রত্যাশা আছে। আমাদের দলে জুনিয়ররা যেভাবে খেলছে, এটা দারুণ। আমরা চাইব ওরা যেন বারবার এর পুনঃরাবৃত্তি করে।’