নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ ছয় দফা দাবিতে অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
রোববার পৌনে ২টায় ইউনিয়নের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে এ স্মারকলিপি দেন।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- সংগঠনের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সত্য নারায়ণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘সারা দেশে ৪ হাজার ৫৪৮টি ইউনিয়ন পরিষদে ৪৭ হাজার গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছেন। তাদের বেতনের অর্ধেক অংশ আসে সরকারি খাত থেকে এবং বাকি অর্ধেক আসে ইউনিয়ন পরিষদ অংশ থেকে। গ্রামীণ কর সংগ্রহ, জন্ম-মৃত্যুর তালিকা প্রণয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা, রেললাইন পাহারা দেওয়াসহ প্রায় ৭০ ধরনের কাজ করতে হচ্ছে।’
‘প্রতি ইউনিয়নে একজন দফাদার এবং নয় জন মহল্লাদার কর্মরত রয়েছে। রাতে পাহারা দেওয়ার সময় দুষ্কিৃতিকারীদের আক্রমণ মোকাবিলা করে জীবনের ঝুঁকি নিয়ে চাকরি করতে হয় গ্রাম পুলিশদের। আমাদের একজন দফাদারের বেতন ৩ হাজার ৪০০ টাকা, মহল্লাদারের বেতন ৩ হাজার টাকা। গ্রাম পুলিশদের ভালোভাবে জীবন যাপন করার মতো বেতন, সামাজিক মর্যাদা, নিরাপত্তা কিছুই নেই। এ ছাড়া অবসর নিলে তাদের গ্রহণযোগ্য কোনো ভাতা নেই।’
গ্রাম পুলিশদের ছয় দফা দাবিগুলো হলো- জাতীয় বেতন স্কেল চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা, ঝুঁকিভাতা, অবসরকালীন ভাতা সর্বনিম্ন তিন লাখ, রেশন ফি, রাজধানীর আশেপাশে প্রধান কার্যালয় স্থাপন, একটি কল্যাণ তহবিল গঠন ও তাতে নিম্নে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে সাংসদ শিরিন আখতার বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশও কাজ করছে। তারা যে বেতন-ভাতা পেয়ে থাকে সেটি বর্তমান সময়ে খুবই অল্প। আমি সরকারের প্রতি আহ্বান জানাব যেন খুব শিগগিরই তাদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়।
সমাবেশে সারা দেশ থেকে আসা গ্রাম পুলিশেরা ছিলেন।