ছয় দফা দাবিতে সাভারে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা সমাবেশ করেন। ট্যানার্স ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এ সময় শ্রমিকরা স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিতকরণ, তিন বেলা খাবার সরবরাহ, উৎসব ভাতা প্রদানসহ ছয় দফা দাবি জানান। দাবি পূরণ না হলে স্থায়ীভাবে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন শ্রমিকরা।