
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের ছয় লাখ টাকাসহ ২৪ মানব পাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে র্যাব-৩ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা, জাল ভিসা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
মিজানুর রহমান বলেন, অভিযানে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ জন এবং লিবিয়াফেরত ২৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।