নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, ‘জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা মসজিদ-মন্দিরে হামলা করেছে। মুসলমান-হিন্দু যেকোনো ধর্মের লোককে হত্যা করছে।’
বুধবার রাজধানীর সূত্রাপুরের বিবিকা রওজা পরিদর্শন শেষে পুলিশ প্রধান এ কথা বলেন।
এ কে এম শহীদুল হক বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ। বাংলাদেশে জঙ্গিদের স্থান হবে না। তাদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
তিনি বলেন, ১০ মহরম শিয়া সম্প্রদায়, তথা মুসলিমের জন্য তাৎপর্যপূর্ণ দিন। তাজিয়া মিছিলের জন্য যে রুট নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেই রুট মেনেই মিছিল হয়েছে। ছুরি, কাঁচি, বল্লম ও তলোয়ার নিয়ে মিছিল করতে নিষেধ করা হয়েছিল, তা সবাই মেলে চলেছে।
পুলিশের নির্দেশনা মানার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।