
নিউজ ডেস্ক : একের পর এক জঙ্গি আস্তানায় সফল অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে উচ্চ পর্যায়ের অনেক জঙ্গি মারা গেছে। অনেকে ধরা পড়েছে। অনেকে আত্মগোপনে করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, শক্তি হারিয়ে জঙ্গিরা নিস্ক্রিয় হয়ে পড়ছে। তাদের উত্থান রোধে সব সময় নজর রাখতে হবে এবং কাজ করতে হবে।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘গুলশানে হামলার পর জঙ্গিরা দ্রুত আরও ৩/৪টি বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনার অংশ হিসেবে তারা কল্যাণপুরে বাড়ি ভাড়া নিয়ে আস্তানা গড়ে তোলে। জাহাজ কোম্পানির বাড়ি নামে পরিচিত সেই বাড়িটিতে ১০ জন জঙ্গি অবস্থান করছিল। যারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে হামলার পরিকল্পনা করেছিল। হামলার উদ্দেশেই তারা অস্ত্র ও শক্তিশালী গ্রেনেড মজুদ করে, যা নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় জঙ্গিরা ব্যবহার করেছিল।’
তিনি বলেন, গুলশানের জঙ্গি ঘটনার পর অতি অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনী এ আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান পরিচালনা করায় জঙ্গিদের শক্তি কমে যায়। ফলে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের হামলা আর করতে পারেনি।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জঙ্গিরা হামলা করতে সক্ষম হলে এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের হামলা করতে পারলে নব্য জেএমবিকে প্রতিরোধ করা কষ্টসাধ্য হয়ে উঠতো। কেননা, তারা হামলা চালানোর উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বের হয়ে পড়তো। হামলার জন্য আরও শক্তি সঞ্চয় করতো। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক প্রচেষ্টা ও সঠিক পদক্ষেপের কারণে জঙ্গিদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে।’
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতে, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল অভিযানের মধ্য দিয়েই মূলত জঙ্গি নির্মূলে জোরালো যাত্রা শুরু হয়।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পাইকপাড়ায়, মিরপুরের রূপনগরে, পুরান ঢাকার আজিমপুর, গাজীপুরের পাতারটেক, টাঙ্গাইল, আশুলিয়া, পূর্ব আশকোনা, সর্বশেষ চট্টগ্রামের সীতাকু-ে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব আস্তানায় ৫৩ জন জঙ্গি মারা যায়। এ ছাড়াও ঝিনাইদহ, কুমিল্লা ও সিলেটের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে অভিযানে ৯ জঙ্গি মারা যায় এবং রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়। তার কাছ থেকেই নব্য জেএমবির নেতৃত্বে কে আছে, তাদের হামলার লক্ষ্য এবং আস্তানা সম্পর্কে কিছু তথ্য মেলে। এরপরই মূলত জঙ্গিদের ধরার জন্য বিশেষ তৎপরতা শুরু হয়। উচ্চ পর্যায়ের জঙ্গি নেতা তামিম চৌধুরী, সরোয়ার, নূরুল ইসলাম মারজান, মেজর (অব.) জাহিদ, বাশারুল ইসলাম চকলেট ভাইসহ অনেকেই মারা গেছে। একবছর আগে রিগ্যানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সাথে অনেক কিছুরই মিল পাওয়া যাচ্ছে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া সোহেল মাহফুজের কাছে পাওয়া তথ্যের সাথে।
জঙ্গি নিয়ে কাজ করা র্যাবের গোয়েন্দা ইউনিটের একজন কর্মকর্তা বলেন, উত্তরবঙ্গ এবং দক্ষিণপশ্চিম অঞ্চলই মূলত জঙ্গিদের শেকড়। এখান থেকেই তারা কর্মী সংগ্রহ, প্রশিক্ষণ দান, অস্ত্র ও গোলাবরুদ জোগাড় এমনকি সাংগঠনিক সব ধরনের কর্মকা- পরিচালনা করে আসছিল। কিন্তু এখন আর জঙ্গিদের সে জৌলুস নেই। কেননা, এসব এলাকা গোয়েন্দা নজরদারির মধ্যে আনা হয়েছে। মানুষও এখন সচেতন হয়ে উঠছে। তরুণদের ভুল বুঝিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে দলে ভেড়াতে পারছে না। আবার জঙ্গি দলে নাম লেখালেও শেষ পর্যন্ত নিস্ক্রিয় হয়ে পড়েছে অনেক জঙ্গি। তাছাড়া, জঙ্গি সংগঠন থেকে সরে এসে অনেকে স্বাভাবিক জীবন বেছে নিয়ে নীরবে পেশাগত কাজে আত্মনিয়োগ করেছে। জঙ্গি সংগঠনের প্রায় ২০ জন আত্মসমর্পণ করেছে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমনবিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। যা পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে জানা গেছে, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। স্বীকার করতে হবে যে, জঙ্গিদমনে এ সাফল্যের পেছনে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার আছে, তেমনি জনগণেরও রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা।
নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে তা কোনভাবেই থামানো যাবে না। কারণ, নিরাপত্তা বাহিনী একটুখানি শিথিল হলেই তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জঙ্গিবাদ দমনে সবগুলো সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে।’