জঙ্গি আস্তানা থেকে বোনকে আগেই বাইরে বের করে দেন জঙ্গি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানা থেকে বোনকে আগেই বাইরে বের করে দেন সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ।

এখন বোনের ব্যবহার করা মোবাইল দিয়ে আবদুল্লাহর সঙ্গে র‌্যাব যোগাযোগ করছে। তবে ওই বোনের নাম জানায়নি র‌্যাব।

মঙ্গলবার র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘র‌্যাবের অভিযানের পরপরই আবদুল্লাহ তার বোনকে ভেতর থেকে বের করে দেন। এরপরই তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়।’

অভিযানে অংশ নেওয়া এক র‌্যাব কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে আবদুল্লার বোন ওই বাসায় ঘুরতে আসেন। র‌্যাব ওই বাড়ি ঘেরাও করলে বোনকে বের করে দেন আবদুল্লাহ। পরে ওই বোনের মোবাইল ফোন দিয়েই র‌্যাব আবদুল্লার সঙ্গে যোগাযোগ করছে। বোনকে দিয়ে আবদুল্লার সঙ্গে কথা বলানো হয়েছে।

উল্লেখ্য, মিরপুরের মাজার রোডের ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি নম্বর বাসা জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার দিবাগত রাত থেকে ঘিরে রেখেছে র‌্যাব, পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। তাদের দেওয়া তথ্য মতে মিরপুরের মাজার রোডের এই বাড়িতে অভিযান চালানো হয়।