জঙ্গি হামলার আশঙ্কায় মাঝ আকাশ থেকেই লন্ডনগামী একটি বিমান ফিরে গেছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কায় মাঝ আকাশ থেকেই লন্ডনগামী একটি বিমান ফিরে গেছে জার্মানির কোলন শহরে। শনিবার বিকেলে বিমানের ভেতরে কয়েকজন যাত্রীর সন্দেহজনক কথাবার্তায় জেরে হামলার আশঙ্কা করা হয়েছিল বলে জানিয়েছে জার্মান পুলিশ।

শনিবার বিকেলে ইজি জেট এয়ারলাইন্সের একটি বিমান স্লোভেনিয়ার লুবজানা শহর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের বেশ কিছুক্ষণ পর বিমানের ক্রুরা জানান, কয়েকজন যাত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে। বিমানে সন্ত্রাসী হামলা হতে পারে এই আশঙ্কায় পাইলট তখনই বিমানটি জার্মানির কোলন বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন।

স্থানীয় সময় বিকেল ৬টায় বিমানটি অবতরণের পর দ্রুত ১৫১ যাত্রীকে বের করে নিয়ে আসা হয়। এসময় তিন যাত্রীকে আটক করা হয়। পরে বোমা স্কোয়াড ইউনিট ওই যাত্রীদের লাগেজে বিস্ফোরণ ঘটায়।

ওই তিন যাত্রীকে কোলন পুলিশের কাছে হস্তান্তর করা হলেও তারা আদতেই হুমকি ছিল কিনা বা তাদের কাছ থেকে কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে কিনা এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।