মানিকগঞ্জ প্রতিনিধি : জঙ্গি হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম স্মরণে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান মানিকগঞ্জ পুলিশ লাইনসে ম্যুরালটির উদ্বোধন করেন।
একই সঙ্গে পুলিশ লাইনসের প্রধান গেইটের নামকরণও করা হয়েছে তার নামে।
ম্যুরাল উদ্বোধনের সময় রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা, মা করিমুন্নেসা, ছোট ভাই শামসুজ্জামান শামস্সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, দেশের জন্য রবিউলের আত্মত্যাগের জন্যই তার স্মরণে এই ম্যুরাল তৈরি করা হয়েছে। যতদিন পুলিশ লাইনস থাকবে ততদিন থাকবে রবিউলের নামও।
রবিউলের স্ত্রী উম্মে সামলা জানান, যে চলে গেছে সে তো আর কোনো দিন ফিরে আসবে না। আমাদের ক্ষতি অপূরণীয়। তবে সরকার ও পুলিশের পক্ষ থেকে আমাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও যেন রবিউলের পরিবারের প্রতি সরকার লক্ষ্য রাখে সেটাই এখন আমাদের কাম্য।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তা রবিউল করিম নিহত হন।