
আন্তর্জাতিক ডেস্ক : ইঞ্জিনসংক্রান্ত জটিলতায় নতুন বিমান ৭৩৭ ম্যাক্স-এর পরীক্ষামূলক ফ্লাইট স্থগিত করেছে বোয়িং।
বিশ্বের সর্ববৃহৎ বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং এমন সময় ফ্লাইট স্থগিত করল, যখন মাত্র কয়েক দিন পরে ক্রেতাদের কাছে নতুন বিমানগুলো হস্তান্তরের কথা রয়েছে।
তবে বোয়িং জানিয়েছে, এ মাসেই ম্যাক্স সরবরাহের পরিকল্পনায় তারা স্থির রয়েছে এবং বিমান উৎপাদনও অব্যাহত থাকবে।
আমেরিকার বিমানসংস্থা সাউথওয়েস্ট ও চীনের শানডং এয়ারলাইন্স বোয়িংয়ের ৭৩৭ ম্যাক বিমান কেনার বায়না দিয়েছে।
এ বছরের শুরুর দিকে ভারতের বিমানসংস্থা স্পাইসজেট বোয়িংয়ের কাছ থেকে ২০৫টি বিমান কেনার বায়না দেয়। মোট ২২ বিনিয়ন ডলারের চুক্তি এটি। বোয়িং জানিয়েছে, ম্যাক্স ৭৩৭ বিমান স্পাইসজেটকে দেওয়া শুরু হবে ২০১৮ সালে।
গত সপ্তাহে বোয়িংকে অবহিত করা হয়, সিএফএম ইন্টারন্যাশনালকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, টারবাইন ইঞ্জিন ডিস্ক উৎপাদনে নিয়ে জটিলতা হচ্ছে।
সিএমএফ হলো যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেক্ট্রিস ও ফ্রান্সভিত্তিক সাফরান কোম্পানির সমন্বয়ে একটি যৌথ প্রতিষ্ঠান। এ দুটি কোম্পানি বোয়িংয়ের ম্যাক্স ৭৩৭ বিমানের ইঞ্জিন তৈরি করছে।
বোয়িং জানিয়েছে, ২ হাজার ঘণ্টার পরীক্ষায় ডিস্কে কোনো সমস্যা পায়নি তারা। তবে অধিকতর সতর্কতার কারণে আমরা পরীক্ষামূলক ফ্লাইট স্থগিত করেছি। এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ যারা আমাদের বিমানে চড়ে ও ব্যবহার করে, তাদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন