নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ পুনরায় আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে বলেই আমরা উন্নয়নের গতি এবং ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। মানুষ তার সুফল ভোগ করছে।’
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসবভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালের জানুয়ারির ৫ তারিখ নির্বাচন হয়েছিল এবং আমরা ১২ তারিখ শপথ নিয়েছিলাম। আমাদের তিন বছর পূর্ণ হলো। এই তিন বছর আমরা অত্যন্ত সফলতার সঙ্গে দেশ পরিচালনা করেছি। দেশের উন্নতি হয়েছে। আমরা যে উন্নয়নকাজ শুরু করেছিলাম, জনগণ আমাদের ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সেই উন্নয়নের গতিটা ধরে রাখতে সুযোগ দিয়েছে। উন্নয়ন কাজের গতি এবং ধারাবাহিকতা বজায় আছে বলেই আজকে দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষ তার সুফল ভোগ করছে। মানুষ আজ খেয়ে-পড়ে অনেক সুখে-শান্তিতে আছে।’
তিনি আরো বলেন, আমাদের উন্নয়ন হচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত। আমারা যে উন্নতি করেছি, এটা শুধু শহরভিত্তিক কিছু মানুষকে আরো ধনী হতে সুযোগ করে দেওয়া নয়। আজ গ্রামের মানুষ দারিদ্র্যমুক্ত হচ্ছে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হয়ে উঠছে।