নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপককে(ডিজিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তারকৃতরা হলেন ডিজিএম আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তাফা কামাল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের লোকাল অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার করে।
দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, জালিয়াতি করে বিসমিল্লাহ গ্রুপকে ঋণ প্রদান করে জনতা ব্যাংক থেকে ৩৩২ কোটি ৯১ লাখ টাকা তারা আত্মসাৎ করেন। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।