সচিবালয় প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোজাম্মেল হক খান।
তিনি এত দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়েছে।
ড. কামাল আবদুল নাসের চৌধুরীর স্থালাভিষিক্ত হয়েছেন ড. মোজাম্মেল হক খান। কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নিয়োগ দেওয়ায় পদটি শূন্য ছিল।
মাদারীপুর জেলায় জন্মগ্রহণকারী মোজাম্মেল হক খান ১৯৮৩ ব্যাচের কর্মকর্তা। ২০১৪ সালের জুলাই মাসে সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে সিনিয়র সচিব হিসেবে ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে।
মোজাম্মেল হক খান সচিব ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, সড়ক বিভাগ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে। এ ছাড়া অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিদেশে উচ্চতর ডিগ্রি নেন।