
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ৯ অক্টোবর (রোববার) থেকে ছুটি শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সব ক্লাস এবং ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।