জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ইভিনিং কোর্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইংরেজি বিভাগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু জাফরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মিলি সাহার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. আকরামুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নীল দলের সভাপতি ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. মোহা. আলী নূর, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মমিন উদ্দীন, সহকারী অধ্যাপক তানভীর আহসান, আব্দুস সালাম, জাকির প্রমুখ।