জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের পিটুনিতে এক ব্যক্তি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের পিটুনিতে শামছুদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারী গ্রামে নিজ বাড়িতে তার বড় ছেলে বেলাল ও বেলালের ছেলে পিন্ট ওরফে পিনা তাকে বেদম মারধর করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বেল্লাল হোসেন ও তার ছেলে পিন্টু ওরফে পিনা পলাতক।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে শামছুদ্দিন ও তার ছেলেদের সঙ্গে পারিবারিক জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠক চলছিল। এ সময় শামছুদ্দিনের বড় ছেলে বেলাল ও বেলালের ছেলে পিনা উত্তেজিত হয়ে শামছুদ্দিনের চোখে আঘাত করে এবং বেদম মারধর করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতাল থেকে অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে শামছুদ্দিনের মেয়ে রওশনারা বেগমের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পাশের একটি বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে রোববার দুপুরে তিনি মারা যান।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ছেলের পিটুনিতে নিহত হওয়া বাবা শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতিসহ অভিযুক্ত বেলাল ও তার ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।