জরায়ুমুখের টিউমার হলে ঋতুস্রাবে সমস্যা দেখা যায়

জরায়ুমুখের টিউমার হলে ঋতুস্রাবে সমস্যা দেখা যায়। এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাজলিমা নারগিস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : জরায়ুমুখের টিউমারের লক্ষণ কী?

উত্তর : এটি খুবই প্রচলিত একটি সমস্যা। প্রায় প্রতিদিনই আমাদের এই ধরনের রোগী দেখতে হচ্ছে, এই ধরনের রোগীরা সাধারণত যেই সমস্যা্গুলো নিয়ে আসে, তার মধ্যে প্রথম সমস্যা হলো ঋতুস্রাবজনিত সমস্যা। মেয়েদের প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময় পর পর ঋতুস্রাব হয়ে থাকে। যদি কোনো মেয়ে জরায়ুমুখের টিউমারে ভোগে, সাধারণত প্রধান যেই সমস্যা তার দেখা দেয় ঋতুস্রাবের সমস্যা দেখা দেয়।

তখন যে অসুবিধা হয়, তার ঋতুচক্র যে শেষ হয়ে যাওয়ার কথা—পাঁচ থেকে সাতদিনের মধ্যে। জরায়ুর টিউমার হলে সেই ক্ষেত্রে এই রক্তপাতের পরিমাণ বেড়ে যায়। এটি চাকা চাকা হিসেবেও রক্তপাত হতে পারে। অথবা যেই সময় আমি বললাম, সেই অনুযায়ী দেখা যেতে পারে ঋতুস্রাব এই মাসের পাঁচদিনের জায়গায়, ৭ থেকে ১০ দিন হচ্ছে।

এমন অবস্থায় সেটি যায় যে সেটি সারামাস পর্যন্ত চলতে থাকে। তখন এই রক্তপাতের সমস্যা নিয়েই আমাদের কাছে রোগীরা এসে থাকে। অনেকে এমন মারাত্মক পর্যায়ে এসে থাকে, তাদের দ্রুত রক্তপাত বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। এমনকি রক্তও দেওয়ার ব্যবস্থা করতে হয়।

আর কিছু যেটা হয় যে, আমরা বলে থাকি অ্যাসিমটোম্যাটিক। তার কোনো লক্ষণ প্রকাশিত হলো না, কিন্তু হঠাৎ করেই সে চিকিৎসকের কাছে এলো, হয়তো অন্য কোনো সমস্যার কারণে আসছে, চিকিৎসক পেটে হাত দিয়ে দেখল, পেটে একটি বলের আকৃতি বা বড় আকৃতির একটি টিউমার আছে। এই ধরনের সমস্যা নিয়েও অনেকে আমাদের কাছে আসে। তখন আমরা দেখি পেটে তার বেশ বড় টিউমার, হাত দি