জর্জিয়ায় বন্দুধারীর হামলায় ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার জর্জিয়ার রাজধানী আটলান্টায় বন্দুকধারীর হামলায় পৃথক স্থানে ৪ নারী ও ১ শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ হামলায় আরো ১ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) জর্জিয়ার রাজধানী আটলান্টায় পৃথক তিনটি স্পা সেন্টারে এ হামলা চালানো হয়।

এই হামলায় জড়িত থাকার সন্দেহে জর্জিয়ার রাজধানী আটলান্টা থেকে অন্তত একশ পঞ্চাশ মাইল থেকে উডস্টক থেকে রবার্ট আরন লং নামে ২১ বছর বয়সী এক ব্যক্তি আটক করা হয়। জিজ্ঞাসাবাদের আটকৃত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়। আমেরিকার গণমাধ্যমগুলো জানায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই হামলাগুলো চালানো হয়।

তবে, কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে- সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া পায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিএনএন।