জর্ডানে ১০ সন্ত্রাসীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ বন্দির ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে ১০ সন্ত্রাসীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ বন্দির ফাঁসি কার্যকর করা হয়েছে।

রাজধানী আম্মানের দক্ষিণে একটি কারাগারে শনিবার ভোরে এসব বন্দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হয়নি। তবে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়।

বেশ কয়েক বছরের মধ্যে জর্ডানে একসঙ্গে এত আসামির ফাঁসি কার্যকর হওয়ার দিক থেকে এটিই বড় ঘটনা। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর রহিত করে রাখা হয়।

সন্ত্রাস বেড়ে যাওয়ায় এবং জিহাদিগোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় জর্ডান সরকার নীতিগত পরিবর্তন এনে ফাঁসি কার্যকরের বিধান বহাল করেছে। প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

২০০৩ সালে বাগদাদে জর্ডান দূতাবাসে, ২০০৬ সালে আম্মানে রোমান অ্যাম্ফিথিয়েটারে পর্যটকদের ওপর, ২০১৬ সালে বাকা শরণার্থীশিবিরে এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলায় দোষী সাব্যস্ত এবং ২০১৬ সালে লেখক নাহিদ হাত্তার ও তথ্যমন্ত্রী মোহাম্মদ মোমানিকে হত্যায় দোষী প্রমাণিতদের ফাঁসি কার্যকর করা হয়েছে শনিবার।