মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ– নীলফামারী জেলার জলঢাকায় জামায়াতের উপজেলা আমির সাদের হোসেন (৪৫) সহ ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ।সোমবার(৫ই ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই-কাচারী দক্ষিণপাড়া গ্রামের হামিদুর রহমানের বাড়ীতে গোপন বৈঠক চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে-উপজেলার চেরেঙ্গা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন ( ৪৫) একই উপজেলার খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা গ্রামের মজিবর রহমানের ছেলে,উপজেলা শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান (৩৭), শিমুলবাড়ী ইউনিয়নের খামাদপাড়া গ্রামের মৃত জাহাদ আলীর ছেলে আকবর আলী (৫০), উত্তর দেশীবাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাফেজ মোহাম্মদ রাশেদুজ্জামান (৩৩),দুন্দীবাড়ী গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে জামিয়ার রহমান (৫০) উপজেলা জামায়াতের আমিরসহ- ৫নেতাকে আটক করেন।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জলঢাকা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছেনে।তারা আবারও নতুন করে নাশকতার প্রস্তুতি নিতে
বৈঠক করবার সময় তাদেরকে আটক করা হয়।