মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ নীলফামারীর জলঢাকায় রবিবার রাতে সরকারী অফিসার ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হলরুমে জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের পরিবার, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রানের উৎসবে পরিনত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপষ্হিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সার্বিক তত্বাবধানে পুনর্মিলনী আয়োজনটি আনন্দমুখর হয়ে উঠে।
নীলসাগর গ্রুপের সহযোগিতায় অনুুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেব উপষ্হিত ছিলেন মিসেস এমপি মার্জিয়া সুলতানা, মিসেস ইউএনও উম্মে জাকিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ। এসময় উপষ্হিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, বিএমআই কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবেদ আলী, ওসি তদন্ত মফিজ সেখ, আঃলীগ নেতা একে আজাদ সহ উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তাগন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকি কুপন, উপষ্হিত সকল অতিথিদের জন্য শুভেচ্ছা পুরষ্কার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটিকে উৎসবে পরিনত করে। দীর্ঘদিন পর এরকম একটি জমজমাট অনুুষ্ঠানের আয়োজন করায় উপষ্হিত অতিথিবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানের ভূয়সী প্রশংসা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলীর পরিচালনায় অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে উঠে।