
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ-গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে বাংলাদেশকে ‘সমৃদ্ধির মহাসড়কে’ তোলার স্লোগান নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে সরকার পরিচালনার তিন বছর পুর্তি উপলক্ষে নীলফামারীর জলঢাকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর আওয়ামীলীগের কার্যালয় হতে একটি বিশাল র্যালি বাজার প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, আঃলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন , পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাহ উদ্দীন কাদের, ছাত্রলীগ সভাপতি নলনী বিস্বাস জয়, যুবলীগ নেতা লাভলুর রশীদ, যুবলীগ নেতা ও এমপির পিএস সোহেল রানা, ওলামালীগের সাধারন সম্পাদক এমদাদুল হক, মৎস্যজীবিলীগের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক কুলো চন্দ্র রায়, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, হাসান সিদ্দিক, প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় উপজেলার শতশত নেতাকর্মী অংশগ্রহন করে।