মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- নীলফামারীর জলঢাকায় সোমবার দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নে কাজি ফার্মের ছাটাইকৃত শ্রমিকদের কাজে পুর্নবহালের দাবীতে মানববন্ধন করা হয়েছে। জলঢাকা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের জিরোপয়েন্ট মোড়ে ৩ ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জলঢাকা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কাচু, সাধারন সম্পাদক জোনাব আলী, আতিয়ার রহমান, রহিদুল ইসলাম, ফারুক হোসেন, ফজলুল হক, জামাদুল ইসলাম ভ্যাবল, তুলীপ চন্দ্র রায়, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঐ ইউনিয়নের চেয়ারম্যানের হস্তক্ষেপে সৃষ্ট জটিলতা নিরসন করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজে পুর্নবহাল করার জন্য আহবান জানান। অন্যথায় চেয়ারম্যানের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।