মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃঃ– নীলফামারীর জলঢাকায় সোমবার সকালে গার্লস ফুটবল টুর্নামেন্ট সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় উপষ্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, খুটামার ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামিম, কাঠালীর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ডাউয়াবাড়ীর চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম তালুকদার, এস আই মেহদী হাসান, প্রধান শিক্ষক মহসিন আলী, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের ম্যানেজার বোরহান মৃধা, টেকনিকাল অফিসার সালমা বেগম, ফুটবলার দীলিপ রায়, আফিজার রহমান,হাফিজুর রহমান, মর্তুজা ইসলাম মাষ্টার ও ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর মোস্তাফিজার রহমান লেবু প্রমুখ। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলীকে প্রধান উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে সভাপতি করে উপজেলা টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও গার্লস ফুটবল টুর্নামেন্ট সফল করতে পৌরসভা, ইউনিয়নের মেয়র ও চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। শেষে প্রকল্পভুক্ত ৫৫ টি স্কুল ও মাদরাসার মাঝে খেলার উপকরন সামগ্রী বিতরন করা হয়।