জলঢাকায় জব্দকৃত ভিজিএফ চাল দুস্থ্যদের মাঝে চাল বিতরন

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ- নীলফামারীর জলঢাকায় রবিবার সকালে গোলনা ইউনিয়নে ভিজিএফ এর জব্দকৃত চাল বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ৫০০ জন দুস্হ্য মানুষের মাঝে এই চাল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় উপস্হিত ছিলেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা- মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির,(পান কবীর) ইউপি সচিব গোলজার রহমান,  ডাঃ আনোয়ার প্রমুখ। উল্লেখ্য গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৭১ বস্তা চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান।