জলঢাকায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবনের নির্মান কাজের উদ্বোধনী অন্ষ্ঠুান সরাসরি সম্প্রচার

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারী ॥ নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে মূল নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা জেলার ইশ্বরদি উপজেলার রুপপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করেন।
জলঢাকায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহ আফজাল আরিফ ,কমিশনার রহমত,বিশ্বজিৎ ও রঞ্জিত প্রমুখ।

উল্লেখ্য যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ১ হাজার ৬০ একর জমির ওপর এ বিদ্যু‍ৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে।