
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ– নীলফামারীর জলঢাকা গোলমুন্ডা ইউনিয়নের কাকড়ার চৌপথী নামক স্হানে পিকআপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্হলে ১ জন নিহতসহ ৩ জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম খাদিজুল ইসলাম (৩৫)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোদাবরী ইউনিয়নের দই খাওয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায় – পিকআপ গাড়িটি হাতিবান্ধা থেকে রংপুর যাওয়ার পথে কাকড়ার চৌপথী নামক স্হানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ীতে গাড়ীর মালিক, ড্রাইভার ও দুইজন যাত্রী ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ব্যাক্তিদের পরিচয় পাওয়া যায়নি।