নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি পরিবারের ২০টি ঘর। ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের মজিদ পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে জলঢাকা ও ডোমার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা সাংবাদিকদের জানান, পরিকল্পিত ভাবে এ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হেলাল হোসেন জানান, রাত বারোটায় হঠাৎ করে আমার বিদ্যুৎ এর লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে কিছু বুঝে উঠার আগেই আগুন লেগেছে চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হইতে চাইলে দেখি বাইরের দিকে গেট লাগিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহেনা বেগমও একই কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন, হেলাল হোসেন, নাসরিন আকতার, প্রতিবন্ধী জহুরুল ইসলাম, সুলতান উদ্দিন, জাহানিয়া বেওয়া, হাফিজুল ইসলাম, শবিতোন বেওয়া ও লোকমান হোসেন।