জলঢাকায় মা সমাবেশ ও মিড্ ডে মিল উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর জলঢাকায় মিরগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড্ ডে মিল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে স্কুলটির আয়োজনে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিরগন্জ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ, ই, ইউ,ও ওসসান গনী, মোহনা  এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  মাসুদ রানা, প্রধান শিক্ষিকা রউফা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মল্লিকা রায়।