
মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ নীলফামারীর জলঢাকায় বুধবার রাতে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারনা মাইক ভাংচুরের ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় উপজেলা ও পৌর শাখার সম্পাদক বাদী হয়ে জলঢাকা ানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ ও সমাবেশ করে উপজেলা সেচ্ছাসেবকলীগ। এতে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সালাহ উদ্দিন কাদের, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম বাবু ও সাধারন সম্পাদক মমিনুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরের গুরুত্বপূর্ণ ¯া’নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজ বৃহস্পতিবার (২৭শে জুলাই) আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসুচি পালনে প্রচারনা চালায় জলঢাকা উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগ এতে প্রধান অতিথি করা হয় ¯া’নীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা । অন্ষ্ঠুানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের নাম উল্লেখ করে প্রচারনা চলতে থাকে। বুধবার রাত ৯টায় প্রচারনা মাইকটি পৌর শহরের ট্রাফিক মোড়ে এলে প্রচারনা চালাতে বাধা সৃষ্টি করে মাইক ভাংচুর করে যুবলীগ কর্মী এনামুলসহ কয়েকজন বলে অভিযোগে জানা যায়। এ ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু বলেন যারা এরকম ঘটনার সাথে জড়িত তারা বঙবন্ধুর আদর্শে বিস্বাসী নয়। তারা অন্যদলের এজেন্ডা বাস্তবায়ন করছে।
অন্যদিকে অভিযুক্ত যুবলীগ নেতা এনামুল হক বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। এব্যাপারে জলঢাকা থানা ওসি মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।