নিজস্ব প্রতিবেদক, বরিশাল : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে জলদস্যু খোকাবাবু বাহিনীর ১২ সদস্য আত্মসমর্পণ করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৮-এর বরিশাল কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকালে জলদস্যুরা ছয়টি বন্দুক, চারটি দোনালা বন্দুক, একটি এয়ার রাইফেল, ছয়টি শাটারগান, দুটি এয়ারগানসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার গুলি জমা দিয়েছে।
আত্মসমর্পণকারীরা হলেন কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুল ইসলাম (৩২),শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মিজানুর রহমান (৩৬), রবিউল (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মজিবর রহমান (৩৮) ও কালাম (৩৫)।
এদের বাড়ি সাতক্ষীরা জেলার শরা, কালিঞ্চি, পাইস্যাখালি, শ্রীরামপুর ও তুজলপর গ্রামে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদ।