
নালিতাবাড়ী থেকে: জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা জবাবদিহিতা এবং শুদ্ধাচার নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদের সন্মুখের মহাসড়কে রোববার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধন করেছে।
মানববন্ধনে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো: মোজাম্মেল হক, সনাকের সহ-সভাপতি এন এম সাদরুল আহ্সান মাসুম, টিআইবি এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নারী ও পুরুষ।
বক্তাগণ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঝড়, বন্যা, জলোচ্ছাস, নদী ভাঙন, খরা ও তীব্র তাপমাত্রার প্রকোপ নিয়ে আশানুরুপ বাজেট বাস্তবায়ন করে স্বচ্ছতা ও জাবাবদিহিতার সাথে কাজ করার কথা উল্লেখ করেন।