মানিকগঞ্জ প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই আধুনিক বাংলাদেশের রূপকার।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে তথ্য ও প্রযুক্তির যে প্রসার ঘটেছে তা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে আর্নিং অ্যান্ড লার্নিং মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, আর্নিং অ্যান্ড লার্নিং ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক তপন কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার প্রমুখ।
দিনব্যাপী এই মেলায় তিনজন ফ্রিল্যান্সারকে সম্মাননা সনদ ও তিন উদ্যোক্তাকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়।